১৬ অক্টোবর, ২০২২
ছবি: ১. ঘাতক চিকিৎসকের ছবি, ২. আলমগীর হোসেন
কাপাসিয়ায় আমরাইদ পপুলার ডিজিটাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছে।
গাজীপুরের কাপাসিয়ায় আমরাইদ পপুলার ডিজিটাল হাসপাতালে এক ডাক্তারের ভুল চিকিৎসায় প্রবাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে । জানা যায় , কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের চর দুর্লভখা নয়া পারা গ্রামের মোঃ আনোয়ার হোসেন আনারের পুত্র দুবাই প্রবাস ফেরত আলমগীর হোসেন ৩২ বছর, কে শুক্রবার সকাল ১১টায় আমরাইদ পপুলার ডিজিটাল হাসপাতালে গলায় টনসিলেকটমি অপারেশন করা হয় । অপারেশন করাকালীন রোগীর শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয় বলে জানা যায়।
প্রচুর রক্ত ক্ষরণের পর অবস্থা আশংকাজনক দেখে ওই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোগী মারা যায় ।পরে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।