১৫ ডিসেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
স্বাস্থ্য / সারাদেশ / শিক্ষা

বিএমডিসি খসড়া সংশোধনের আহ্বান-স্বাস্থ্য সচিব বরাবর বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর মতামত পেশ

০১ ডিসেম্বর, ২০২৫

মোঃ শাহরিয়ার,
লোহাগাড়া উপজেলা (চট্রগ্রাম) প্রতিনিধি

ছবি: স্বাস্থ্য সচিব বরাবর মতামত পেশ

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ–২০২৫-এর খসড়া নিয়ে হোমিওপ্যাথদের উদ্বেগ ও খসড়া সংশোধনের আহ্বান।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) অধ্যাদেশ–২০২৫-এর প্রস্তাবিত খসড়া সংশোধনের আনুষ্ঠানিক মতামত সম্বলিত একটি লিখিত প্রতিবেদন স্বাস্থ্য সচিবের বরাবর পেশ করেছে ‘বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ’।

রোববার সকালে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা.মোহাম্মদ শাহরিয়ার ইরফান সংগঠনের সভাপতি ও মহাসচিব স্বাক্ষরিত মতামতপত্রটি স্বাস্থ্য সচিব বরাবর পেশ করেন।

গত ২৭/১১/২০২৫ ইং তারিখে  
৪৯,০০,০০০০, ১৪১,০০১,২৫.৮৬৭ নং স্মারকের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ সচিব রাহেলা রহমত উল্লাহ বিএমডিসি আইন-২০১০ রহিত করতঃ অধ্যাদেশ-২৫ এর খসড়া মতামত চেয়ে  পত্র জারি করেছেন। 

উপরোক্ত স্বারকের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ মতামত প্রদান করেন।

হোমিও চিকিৎসকদের বাংলাদেশ হোমিও চিকিৎসা শিক্ষা আইন -২০২৩ এর ১৩(১) ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮এর ২(১২) তে স্বীকৃত ডা.লেখার অধিকার সংরক্ষনও হোমিও মেডিকেল সেক্টরের স্বকীয়তা বজায় রাখার লক্ষ্যে এবং  বিএমডিসি অধ্যাদেশে প্রদত্ত সু্যোগ সুবিধার অপপ্রয়োগ রোধে অধ্যাদেশের ৩১(১) এর (খ) নিবন্ধিত চিকিৎসক গণ প্রেসক্রিপশনে এলোপ্যাথিক ঔষধ লিখিতে এবং অস্ত্রপচার করিতে পারিবেন এ পর্যন্ত ঠিক আছে  কিন্তু পরবর্তী টুকু'' বা অন্যান্য স্বীকৃত চিকিৎসা পদ্বতি প্রয়োগ করতে পারিবেন "বাদ দিতে হবে।

তিনি শুধুমাত্র এলোপ্যাথিক পদ্ধতিতে  শিক্ষা নিয়েছেন -সেই চিকিৎসার জন্য সনদ গ্রহণ ও চিকিৎসা সেবা দেয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু  হোমিওপ্যাথি সহ অন্যান্য চিকিৎসা পদ্ধতির জন্য আইন স্বীকৃত আলাদা কোর্স ও কোর্স সম্পন্নকারী চিকিৎসক রয়েছেন তারাই সংশ্লিষ্ট বিভাগে চিকিৎসা দিবেন।এই সব বিষয়ে এম বি বি এস /বিডিএস ডা.দের শিক্ষা নাই বিধায় তাদের চিকিৎসা প্রদানের একতিয়ার নাই।
 

১৩(২) তে অন্য কোনো আইনে যাহাই থাকুক না কেন"  এলোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি তে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে"  কথা গুলো প্রতিস্হাপিত /সংযোজিত হইবে। তারপরের টুকু বহাল থাকুক- কেবল নিবন্ধিত-------------বিবেচিত হইবে। 

৫৪(১) অন্য কোন আইনে যা ই থাকুক না কেন “এলোপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে” এতটুকু সংযোজন করতে হবে। তারপর নূন্যতম এমবিবিএস/বিডিএস ডিগ্রীধারীরা ছাড়া অন্য কেহ ডা.পদবী ব্যবহার করতে পারবেনা। 
 

বিএম ডি সি আইন -১০ আরও যুগোপযোগী করার লক্ষ্যে এ অধ্যাদেশ-২৫ জারি করা হচ্ছে, যা এলোপ্যাথিক চিকিৎসা সেবায় ভূয়া চিকিৎসক দের নিয়ন্ত্রণ করে  শৃঙ্খলা  ফিরিয়ে আনতে   অত্যান্ত ভালো উদ্দ্যোগ, এর মধ্যে এমন কোন কিছু যুক্ত না হয় যা অন্য চিকিৎসা পদ্ধতিগুলোর উপর অপপ্রয়োগের সুযোগ তৈরী করতে পারে, সেই  দিক বিবেচনা করে আমাদের প্রস্তাবনা সমূহ বিয়োজন ও সংযোজন করার  জন্য স্বাস্থ্য সচিবকে অনুরোধ করেন। 
 

সংগঠনের দপ্তর সম্পাদক বলেন-
“জাতীয় স্বাস্থ্যনীতিতে সমতা নিশ্চিত করতে হলে সব চিকিৎসাপদ্ধতির মর্যাদা ও সুযোগ সমানভাবে দিতে হবে। কিছু পদ্ধতিকে প্রাধান্য দিয়ে অন্যগুলোকে উপেক্ষা করা হলে তা বৈষম্যকে আরও গভীর করবে।”

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049