১৭ Jun, ২০২৩
ছবি: ভোলাহাটে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আগামী পবিত্র ঈদুল আযহার পরে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় উপস্থিত অতিথিগণ।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনুযায়ী একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে দুপ্রক আয়োজিত সভায় আগামী পবিত্র ঈদুল আযহার পরে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন হলরুমে অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হাসান আলী মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদুপ্রক সহসভাপতি ও নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা মোসাঃ আরিফা সুলতানা, উদুপ্রক’র সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব মোঃ এখতিয়ার উদ্দিন, সদস্য ও সহকারী শিক্ষীকা রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন মোসাঃ শাহনাজ খাতুন। উদুপ্রক সদস্য ও ভোলাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক এম. কোরবান আলী, মোঃ তাজাম্মুল হক, মোসাঃ রোকেয়া খাতুন, মোঃ মাসুদ আলী, মোঃ সেলিম রেজা ও মোঃ জাকারিয়া হাসান শাহ্।
সভায় উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড এবং প্রত্যন্ত গ্রাম-গঞ্জেও দুর্নীতি প্রতিরোধে উপজেলা দুপ্রক’র সদস্য এবং সকলস্তরের জনগণের সহায়তা নিয়ে ঐক্যবদ্ধভাবে সকলে মিলেমিশে কাজ করলে আমরা সরকারের হাতকে আরো শক্তিশালী করতে পারবো, এই প্রত্যয় নিয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। পরবর্তী প্রজন্ম যেনো জানতে পারে বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকলস্তরের মানুষকে সচেতন করতে হবে। তাহলেই আমরা সফলকাম হবো বলে বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে তুলে ধরেন।
Good news
Good