১৩ ডিসেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: মানবাধিকার পদক পেলেন ব্যবসায়ী জহির
মানবাধিকার পদক পেলেন ব্যবসায়ী জহির হোসেন ।
এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার বিকেলে রাজধানী ঢাকার বাংলা মটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র ভি আই পি হল রুমে অনুষ্ঠিত স্বাবর্জনীন মানবাধিকার প্রতিষ্টায় গণমাধ্যম ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।
প্রধান আলোচক হিসাবে বক্তব্যে রাখেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব সাংবাদিক রেজাউল করিম রিপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য শিক্ষা বিদ ও লেখক প্রফেসর ড.এম এ সাত্তার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা রিপোটার্স ইউনিয়ন (ডিআরইউ) সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ,
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক কাজল হাজরা,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মশিউর রহমান সুমন, ডেভলাপমেন্ট সেন্টার ইন্টারন্যাশনাল নির্বাহী পরিচালক ফখরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ইশা ও সাংবাদিক সাকির আমিনের যৌথ সঞ্চালনায় এবং এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উপদেষ্টা এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন চ্যানেল আই এর তানভীর লিমন।
অনুষ্ঠান শেষে ব্যবসায় বিশেষ অবদানের জন্য প্রধান অতিথি বিচারপতি সিকদার মকবুল হকের হাত থেকে মানবাধিকার পদক গ্রহন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহির হোসেন ।
Good news
Good