১৫ ডিসেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

চন্দনাইশে বিএনপি ও এলডিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫, একজনের অবস্থাগুরুতর

১৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ আয়ুব মিয়া,
চন্দনাইশ উপজেলা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

ছবি: আহত ব্যক্তিগণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়মাটি কাটাকেকেন্দ্র করেবিএনপির দুইগ্রুপের মধ্যেসংঘর্ষের ঘটনাঘটেছে।এতে উভয়পক্ষের অন্ততপাঁচজন আহতহয়েছেন।আহতদের মধ্যেএকজনের অবস্থাগুরুতর।

স্থানীয় সূত্রে জানাযায়, ১৩ডিসেম্বর রাতআনুমানিক ৭টা৩০ মিনিটেচন্দনাইশ থানাধীনকাঞ্চননগর ইউনিয়নের রওশনহাট এলাকায় কাঞ্চননগরপাহাড়ি অঞ্চলেএলডিপি সমর্থকমোঃ মানিকেরমাটি কাটারভেকু ভাঙচুরকেকেন্দ্র করেএ সংঘর্ষেরসূত্রপাত হয়। এ সময় বিএনপির মেয়রডাঃ শাহাদাৎগ্রুপের মোঃখোকার সাথেবিএনপির নুরুলআনোয়ার গ্রুপেরলোকজনের কথা-কাটাকাটি একপর্যায়েমারামারিতে রূপ নেয়।

সংঘর্ষে নুরুল আনোয়ারগ্রুপের মোঃরুস্তম (৩৫), শহীদুল ইসলাম (৩৮), মাসুদ (৩১) ওজয়ন্ত দেশিমুল (৩০) সহ উভয়পক্ষের কয়েকজনআহত হন।

পরবর্তীতে রাত আনুমানিক৮টা ৩০মিনিটে আহতরাচিকিৎসার জন্যচন্দনাইশ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতাল কম্পাউন্ডেরভেতরে পুনরায়সংঘর্ষের ঘটনাঘটে।এতে নুরুলআনোয়ার গ্রুপেরসদস্য মোঃরুস্তমের মাথায়গুরুতর আঘাতলাগে।তার অবস্থারঅবনতি হলেউন্নত চিকিৎসারজন্য তাকেচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোহয়।

এ ঘটনায় এলাকায়উত্তেজনা বিরাজকরছে।স্থানীয়দের আশঙ্কা, বিএনপির নুরুল আনোয়ারগ্রুপ, মেয়রডাঃ শাহাদাৎগ্রুপ এবংএলডিপি সমর্থকমোঃ মানিকেরলোকজনের মধ্যেযেকোনো সময়অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ খান পিপিএম জানান, ঘটনা সম্পর্কে তারা অবগত আছেন। কোন ধরনের অভিযোগ না পেলেও তারা ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং ঐ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী পরিস্থিতিনিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।

Related Article