২৫ সেপ্টেম্বর, ২০২২
ছবি: ছবি:
আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে হিন্দু ধর্মালম্বীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার হলরুমে এ চাউল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল সদর আসনের সাংসদ ছানোয়ার হোসেন।
এসময় সাংসদ ছানোয়ার হোসেন বলেন, শারদীয় উৎসবে সবার আনন্দ সবাই ভাগ করে নেবো যাতে করে কোথাও কোন সমস্যা সৃষ্টি না হয়। সকল পুজা মন্ডবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,টাঙ্গাইল পুজা উদযাপন কমিটির সভাপতি আনন্দ মোহন দে,সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঝন্টু প্রমূখ।
ধন্যবাদ 🌸💚
Good news