৩০ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: কমিটির সদস্যবৃন্দ।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনিস্টিক ওনার এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর ) বেলা ১১টায় স্থানীয় ভিক্টোরিয়া রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
ছাইদুল হক সাদুর সভাপতিত্বে ও ডা. একে এম আব্দুল হামিদের পচিালনায় সাধারণ সংগঠনের উপদেষ্ঠা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ সভায় কমিটির প্রস্তাবনা করলে তা সর্বসম্মতি ক্রমে গৃহিত হয়।
কমিটির সদস্যরা হলেন, ছাইদুল হক ছাদু, (সভাপতি), ডা. এ কে এম আব্দুল হামিদ, (কার্যকরি সভাপতি), বাহালুল হক নিপু (সহসভাপতি) আজমত হোসেন খান (সহসভাপতি), রেজাউল হক রেজা (সাদারণ সম্পাদক), মো. ফজলুল হক (যুগ্ম সম্পাদক),জয়নুল আবেদীন (অর্থ-সম্পাদক), জগলুল হায়দার (সাংগঠনিক সম্পাদক),দপ্তর সম্পাদক আবু কায়ছার, সমাজ কল্যাণ সম্পাদক ওয়াহেদ রাশেদ রিটু, প্রচার সম্পাদক মো. কামাল হোসেন, কার্যকরি সদস্য সাইফুজ্জামান কেল্লাল, ওয়ারেছ, সাজ্জাদ ইসলাম স্বপন, মুবাসসির হক মোবিন, উপজেলা প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ফরহাদ হোসেন (মির্জাপুর), আনোয়ার হোসেন (ঘাইটাইল), জসিম উদ্দিন (ভ’য়াপুর),খুররম খান (মধুপুর), আব্দুল ওয়াদুদ(কালিহাতি), আবু ঈসা মনির (গোপালপুর), বেল্লাল হোসেন (সখিপুর), শরিপূল ইসলাম (নাগরপুর), তোফাজ্জল হোসেন (ধনবাড়ি) ও ইদ্রিস মিয়া (দেলদুয়ার)। এ কমিটি সদস্যদের সাধারণ সভায় তাদের দায়িত্বকাল নির্ধারন করবেন।