২৯ নভেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের জন্য সাইদুল আলম ডালিমের শেরেবাংলা পদক লাভ।
শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের জন্য সাইদুল আলম ডালিমের শেরেবাংলা পদক লাভ।
বাংলাদেশ প্রযন্ম সাংস্কৃতিক পরিষদ ও মানবাধিকার জোটের যৌথ উদ্যোগে শনিবার বিকেলে রাজধানী ঢাকার বিজয় নগরস্থ রেস্টুরেন্টের ভি আই পি হল রুমে অনুষ্ঠিত আদর্শ মামুষ গড়তে হলে নৈতিক শিক্ষার প্রয়োজন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞা।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি। প্রধান আলোচক হিসাবে বক্তব্যে রাখেন প্রেসিডেন্সি ইউনিভর্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. মাহাবুব আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল ইসলাম মাসুম।
বিশিষ্ট মানবাধিকার কর্মি মঞ্জুর হোসেন ইশা ও সাংবাদিক সাকির আমিনের যৌথ সঞ্চালনায় এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস ডেভেলপমেন্টের চেয়ারম্যান আব্দুর রহমান আদিব,
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক ইব্রাহিম আলী।
আরোও বক্তব্য রাখেন শিক্ষক সাইদুল আলম ডালিম, মানবাধিকার কর্মি খালেদুজ্জামান, আনোয়ার পারভেজ, বীর মুক্তিযোদ্ধা নূর আহমেদ, প্রফেসর ড. এম এ সামাদ,ড. মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠান শেষে শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের জন্য প্রধান অতিথি বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞার হাত থেকে শেরে-বাংলা পদক গ্রহন করেন ছাতকের জালাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইদুল আলম ডালিম।
Good news
Good