৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে ২ পুলিশ আহত

১৩ Jun, ২০২৩

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া থানার দুই পুলিশ কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) পুঠিয়ার গাওপাড়া ঢালানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল হোসেনকে (৩৫) ধরতে গেলে তার পরিবারের লোকজন ওই দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে।

আহত পুলিশ দু’জন হলেন এএসআই রেজা কবির ও রবিউল ইসলাম। তারা আহত হয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, গাওপাড়ার সাইফুল ইসলামের ছেলে রুবেল হোসেনের এক বছরের দণ্ড হয় নারী ঘটিত কারণে। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। মঙ্গলবার রুবেল বাড়িতে অবস্থান করছে এমন খবরে তাকে ধরতে যান ওই দুই পুলিশ কর্মকর্তা। তাদেরকে দেখেই রুবেল ও তার পরিবারের লোকজন লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে। তবে পুলিশ রুবেলকে আটক করতে সমর্থ হয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের দুই পুলিশ কর্মকর্তা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Article