২৪ এপ্রিল, ২০২৩
ছবি: ইউএনও'র ত্রাণসামগ্রী বিতরণ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২নং আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝারগাঁও (খালিপুর) গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
সোমবার সকালে ঝারগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ৭ টি পরিবারের ১০ টি ঘর পুড়ে ভূস্মীভূত হয়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। অগ্নিকাণ্ডের খবর শুনে সদর উপজেলা প্রশাসন এর পক্ষ ২ নং আখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোমান বাদশাকে সাথে নিয়ে আগুনে পুড়ে যাওয়া ৭ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে ২০ কেজি করে চাল, ডাল, তেলসহ শুকনো খাবার এবং ৫ টি করে কম্বল এবং প্রত্যকে ২ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান অগ্নিকান্ডস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২ নং আখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোমান বাদশা , রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কুদরত আলী, ইউপি সদস্য হুমায়ুন কবির বিপ্লব, মতিউর রহমান প্রমুখ ।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান অগ্নিকাণ্ড বিষয় সচেতনতামূলক পরামর্শ দেন এবং তিনি বলেন, আমি সরেজমিনে পরিদর্শন করে দেখলাম ৭ টি পরিবার গরীব মানুষ অগ্নিকান্ডে তাদের অপুরনীয় ক্ষতিসাধন হয়েছে, আমি অগ্নিকাণ্ডের খবর শোনার পরে উপজেলা প্রশাসনের পক্ষ হতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহেব সহ কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসন সার্বিকভাবে সহায়তা প্রদান করবে।
Good news
Good