০৫ নভেম্বর, ২০২২
ছবি: সেমিনারে অতিথিবৃন্দ।
জাতীয় সিরাত উৎযাপন কমিটির উদ্যোগে আজ ৫ নভেম্বর শনিবার রাজধানীর ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবিআই) মিলনায়তনে “আদর্শ সমাজ বিনির্মানে রাসূল (সা)” শীর্ষক জাতীয় সিরাতুন্নবী (সা) সেমিনার ও সিরাতের উপর রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ। বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরীর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব নাসরুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিজাম উদ্দিন, বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারী ড. খলিলুর রহমান মাদানী।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন এমদাদুল উলুম মাদ্রাসা, কল্যাণপুরের মুহতামীম মাওলানা আবু তাহের জিহাদী, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. আবু ইউসুফ খান, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ, ছারছীনা দরবার শরীফের সাহেবজাদা মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মিরেরসরাই দরবার শরীফের পীরসাহেব মাওলানা আব্দুল মোমেন নাসেরী, অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. আব্দুল মান্নান, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী। বিশিষ্ট টিভি আলোচক মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় সেমিনারে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি ও পরিবেশবিদ এডভোকেট ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট এস এম কামাল উদ্দিন, বিশিষ্ট টিভি আলোচক মাওলানা লুৎফর রহমান সহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, আলেম-ওলামা ও গুণী ব্যক্তিবৃন্দ।
ধন্যবাদ 🌸💚
Good news