১৫ নভেম্বর, ২০২২
মো:তৌহিদুল ইসলাম,
ছবি: উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
গাইবান্ধার জেলার পলাশবাড়ীতে ফায়ার ও সার্ভিস ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৫ নভেম্বর দুপুরে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় ও ডিফেন্সের পাতাকা উত্তোলন এবং কবুতর অবমুক্ত করে এ উদ্বোধন করা হয়।
পরে স্টেশন চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা।
সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন পলাশবাড়ী ফায়ার স্টেশন অফিসার মশিউর রহমান।
Good news
Good