৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

পলাশবাড়ীতে আগুনে সব হারিয়ে নির্বাক কৃষক মুকুল

১৯ নভেম্বর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: আগুন দগ্ধ অবস্থা

গত রাত ১১ টা ১০ মিনিট। হঠাৎ করে ঘরে আগুন দেখে চিৎকার করে ওঠে মুকুল মিয়া। আশেপাশে বাড়ী থেকে মানুষজন ছুটে এসে আগুন নিভাতে সক্ষম হলেও  ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে কৃষক মুকুল মিয়ার।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের বুজরুকবৃষ্ণুপুর গ্রামের মৃত হাবিজার রহমানের ছেলে মুকুল মিয়া পেশায় প্রান্তিক কৃষক। স্ত্রী, দুই মেয়েকে নিয়ে টানাটানির সংসারে সহায় সম্বল হারিয়ে নির্বাক হয়েছে পড়েছে কৃষক মুকুল মিয়া। কয়েলের আগুন থেকে আগুন লেগেছে বলে ধারনা করছেন মুকুল মিয়া।
১৮ নভেম্বর শুক্রবার রাতে আগুনে কৃষক মুকুল মিয়ার স্যালো মেশিন, একটি বাই সাইকেল, চাল, ছাগলের বাচ্চাসহ সব কিছুই পুড়ে গেছে, এলাকার মানুষজন কোনমতে দগ্ধ অবস্থায় একটি গরু ও একটি ছাগল উদ্ধার করতে পেরেছে তবে সেগুলোর অবস্থাও আশংকাজনক।
কৃষক মুকুল মিয়া জানান, আমি গরীব কৃষক সব কিছু পুড়ে গেছে আমার, ঘরে রাখা খাবার চালটুকু পুড়ে গেছে। চাষাবাদের জন্য এনজিও থেকে ৫০ হাজার লোন নিয়েছিলাম, সে টাকাও পুড়ে গেছে।সব মিলিয়ে লাখ তিনেক টাকার ক্ষতি হয়েছে।
গ্রামবাসী জানান,ছোট বেলা থেকেই অনেক কষ্ট করে চলছেন মুকুল মিয়া।মানুষের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে কোনমতে দিন যাপন করে মুকুল।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু জানান,ঘটনাস্থলে গিয়ে দেখি কৃষক মুকুল মিয়ার ব্যাপক ক্ষতি হয়েছে।ঘরে যা যা ছিল সবই পুড়ে ছাই হয়েছে।
পলাশবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মশিউর রহমান জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে গেছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good