২২ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: দোকানীদের দ্বারে দ্বারে হাত পাতছেন বন্ধুরা
আর্থিক সহযোগিতার আশা নিয়ে চিকিৎসার অভাবে মৃত্যূ প্রহর গুনছেন সাঘাটা ডিগ্রি কলেজ এর ডিগ্রীর প্রথম বর্ষের ছাত্র শ্রী রিক্তিক পাল (২০)
একটু মানবতার হাত বাড়ালে আবারো স্বাভাবিক জীবন ফিরে পাবার স্বপ্ন দেখছেন তিনি।
গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩নং সাঘাটা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বাসিন্দা নিরমল কুমার পালের পুত্র রিক্তিক পাল ও প্রান্তিক পাল জমজ দুই ছেলে সন্তান ও স্ত্রী নিয়ে তার সুখের সংসার ছিল।
১ বছর পূর্বে রিক্তিক পালের হঠাৎ হার্ট ফুটো রোগ ধরা পড়ে। দেশের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি মেডিকেল অফিসার দ্বারা চিকিৎসা দিয়েও ভালো করা সম্ভব হয়নি। ইতোমধ্যে তার হার্ট অকোজো হয়ে যাওয়ার পথে। রোগের চিকিৎসা ও ঔষধ কিনতে এখন সর্বশান্ত তার পরিবার।
ঢাকা মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর তৌফিক সাহারিয়ার হক তাকে দীর্ঘদিন চিকিৎসা শেষে এখন দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন।
চিকিৎসাধীন অবস্থায় বাড়ীতে আছেন। হার্ট প্রতিস্থাপন ছাড়া আর কোন উপায় নেই বলে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।
একদিকে এ অর্থের যোগান দেয়া তার পরিবারের পক্ষে কোন অবস্থায়ই সম্ভবপর নয়। তার পরিবারের আকুতি সকলে একটু সহযোগিতার হাত বাড়লে রিক্তিক ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন। বন্ধু বিপদে সাহায্য করতে নেই ধর্ম নিয়ে দ্বিধা দ্বন্দ্ব। বন্ধুত্বই বড় ধর্ম। এটাই প্রমাণ করছে রিক্তিক পালের মহানুভব কলেজ পড়ুয়া বন্ধুরা। ওদের ভালোবাসার কাছে অনেক কিছু শেখার আছে।
অসুস্থ রিক্তিক এর বাবা নিরমলের সাথে ০১৭১৮-৯৬৪১১৫ বিকাশ/ নগদ এই নম্বরে কথা বলে নিশ্চিত হওয়ার পর আর্থিক সহযোগিতা পাঠানোর অনুরোধের পাশাপাশি সহযোগিতার হাত বাড়াবার জন্য সকলের নিকট বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।
Good news
Good