৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নরসিংদীতে বেকুর চাপায় নিহত এক শ্রমিক

২৮ ডিসেম্বর, ২০২২

মোঃ নাজমুল হক চৌধুরী,
নরসিংদী জেলা (নরসিংদী) প্রতিনিধি

ছবি: ঘটনাস্থলের চিত্র

নরসিংদীতে রাস্তা নির্মান কাজে ব্যবহারের সময় বেকুর চাপাই নিহত একজন। আজ বুধবার সকাল ১১ টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পলাশ উপজেলার ডাংগা বাজার এলাকার রাস্তায়। নিহত ব্যাক্তির নাম বাচ্চু ফকির। তিনি ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে।নিহত বাচ্চু ফকির পেশায় একজন শ্রমিক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রমিক বাচ্চু ফকির রোজকার মত সকালে নিজ বাড়ি থেকে শ্রমিকের কাজের উদ্যেশ্যে বের হন। তিনি ডাঙ্গা বাজারে শ্রমিকের কাজ করতেন। যথারীতি কাজের উদ্যেশ্যে বের হয়ে ডাঙ্গা বাজারের সামনের রাস্তায় পৌঁছালে রাস্তার কাজে নিয়োজিত বেকুর চাপায় পিষ্ট হন। প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান' বাচ্চু ফকির ডাঙ্গা বাজারের সামনের রাস্তায় উঠে রাস্তার পারাপার হচ্ছিলেন, তখন রাস্তায় থাকা বেকু তাকে চাপা দেয়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেকুর চালক কে আটক করে'।

বাচ্চু ফকির বেকুর নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই খাইরুল বলেন ' নিহত বাচ্চু ফকিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, আর চালক পুলিশ হেফাযতে  আটক আছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good