১৫ ডিসেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

নওগাঁ-৪ মনোনয়ন বঞ্চিত এম এ মতীনের বিশাল শোডাউনে ৩১ দফা প্রচার

২০ নভেম্বর, ২০২৫

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: নওগাঁ-৪ মনোনয়ন বঞ্চিত এম এ মতীনের বিশাল শোডাউনের চিত্র

নওগাঁ-৪ (মান্দা) আসনে দলীয় মনোনয়ন না পেলেও, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসমাবেশের মাধ্যমে তার শক্তিশালী সাংগঠনিক অবস্থান তুলে ধরলেন।

এই কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত 'রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব' এবং '৩১ দফা কর্মসূচি' সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

​বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবাই বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এই লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

​কর্মসূচির শুরুতে সতিহাট এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে কর্মসূচিস্থলে যোগ দেন, যা গোটা এলাকায় এক বিশাল গণজমায়েতের সৃষ্টি করে।

​লিফলেট বিতরণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মতীন। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবী হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে এম এ মতীন তার বক্তব্যে রাষ্ট্রের মৌলিক কাঠামোর সংস্কারের ওপর জোর দেন।

​এম এ মতীন বলেন, জনগণের প্রতি আমার অঙ্গীকার কেবল মনোনয়ন পাওয়ার ওপর নির্ভরশীল নয়। এলাকার মানুষের সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন,  জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের অধিকার রক্ষার রূপরেখা।

​সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল এবং কুমার বিশ্বজিৎ সরকারসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

Related Article