০৪ নভেম্বর, ২০২৫
জহিরুল ইসলাম,
ছবি: বিতরণ করছেন অতিথিরা
সরকারের কৃষি উন্নয়ন কর্মসূচির আলোকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কৃষি প্রণোদনা কার্যক্রম উপলক্ষে আজ মঙ্গলবার(৪/১১) দুপুরে উপজেলা কৃষি অফিসে সাধারণ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।
চলতি মৌসুমে মোট ৫১৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ দেয়া হবে। এরমধ্যে সরিষা ৩৫০০ জন, বোরো ধান ১২০০ জন, গম ২০০ জন, মসুর ১৫৫ জন, সূর্যমুখী ৭০ জন, বাদাম ৭০ জন কৃষক।
উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।
Good news
Good