২৬ অগাস্ট, ২০২৪
ছবি: নাগরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
নাগরপুরে বিবেকানন্দ জাগরণী সংঘের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
আজ হিন্দু সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের ১১ জেলায় আকস্মিক বন্যার কারণে পূর্ব নির্ধারিত আনন্দ শোভাযাত্রা বাতিল করে নাগরপুরে বিবেকানন্দ জাগরণী সংঘের উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আজ ২৬শে আগস্ট'২৪ রোজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় নাগরপুর হরি ভক্ত পাড়া( সিও অফিস সংলগ্ন) দূর্গা মন্দির প্রাঙ্গণে বিবেকানন্দ জাগরণী সংঘের সভাপতি শ্রী রতন চক্রবর্তীর (রত্না) সভাপতিত্বে বাবু রামকৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বাংলাদেশে আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সহ-সভাপতি বাবু শিব শংকর সূত্রধর, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী স্বর্গীয় গৌতম চক্রবর্তীর পুত্র গৌরব চক্রবর্তী, স্বামী বিবেকানন্দ জাগরণী সংঘ নাগরপুর উপজেলার সাধারণ সম্পাদক শ্রী ঝুটন কুমার সাহা, বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলার তথ্য সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা, রামপ্রসাদ সাহা সহ অসংখ্য ভক্ত ও পূজারীবৃন্দ।
ধন্যবাদ 🌸💚
Good news