১২ অক্টোবর, ২০২৫
ছবি: টাইফয়েড টীকাদান কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম।
টাঙ্গাইলের মির্জাপুরে টাইফয়েড টীকা গ্রহণে শিক্ষার্থীরা ব্যাপক সাড়া দিয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা লাইনে দাঁড়িয়ে টীকা গ্রহণ করছেন।
মির্জাপুর উপজেলায় এক লক্ষ সাত হাজার টাইফয়েড টীকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানান, “মির্জাপুরে টাইফয়েড টীকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ সাত হাজার। এর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ টীকাদান কর্মসূচি চলবে।”
এর আগে সকাল ১১টায় মির্জাপুর দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টীকাদান কর্মসূচির উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আরিফুল ইসলাম নির্ধারিত সময়ে উপজেলাবাসীকে টীকা গ্রহণের আহ্বান জানান।
Good news
Good