০৯ ডিসেম্বর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ শীর্ষক শ্লোগানকে প্রতিপাদ্য করে মির্জাপুরে বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন এতে সভাপতিত্ব করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকারের পরিচালনায় মুল আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি তারেক আজিজ ও অদম্য পুরস্কার পাওয়া সফল নারী ফারজানা।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহনাজ আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাঁচজন সফল নারীকে ক্রেস্ট ও সম্মানা স্মারক এবং দশজন নারী উদ্যোগী নারীদের মধ্যে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার পুজির চেক বিতরণ করা হয়।
Good news
Good