২৯ অগাস্ট, ২০২৪
ছবি: মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনষ্ঠিত
টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সহকারি কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মাসুদুর রহমানের পরিচালায় এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সভায় আরও বক্তব্য রাখেন সেনাবাহিনীর মির্জাপুর ক্যাম্পের মেজর সাদিক, মির্জাপুর থানার পরিদর্শক মো. সালাহ উদ্দিন , বানাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্যা আল মামুন সিদ্দিকী, তরফপুর ইউনিনের চেয়ারম্যার আজিজ রেজা, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নয়াদিগন্ত প্রতিনিধি হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরে কর্মরত সরকরি কর্মকর্তাবৃন্দ।
সভায় ৫আগস্ট সরকারের পতনের পর আইন-শৃঙ্খলার মূল্যায়ন, মাদক নিয়ন্ত্রন, ফুটপাত অবৈধ দখলমুক্ত, বাজার মনিটরিংসহ বিভিন্ন সমস্যার উপর আলোকপাত করা হয়।
Good news
Good