৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন / সারাদেশ

মহানবী (সাঃ) কে কটুক্তি করায় নাগরপুরে তৌহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

২৭ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মহানবী (সাঃ) কে কটুক্তি করায় নাগরপুরে তৌহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল


বিশ্ব মানবতার মহানায়ক বিশ্ব শান্তির অগ্রদূত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)। তিনি সারা বিশ্বের মানুষের জন্য শান্তির বার্তা বয়ে নিয়ে এসেছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ (সাঃ) উপর মহা আসমানী কিতাব আল কোরআন নাজিল হয়েছে যা পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর, বরকতময় এবং ফজিলতময়।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে পার্শ্ববর্তী দেশ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নিতেশ নারায়ন রানে মহানবী (সাঃ) কে কটুক্তির মাধ্যমে বাজে মন্তব্য করেছে যা সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।

এরই ধারাবাহিকতায় সারা বিশ্বের মুসলমানদের সাথে একাত্মতা ঘোষণা করে নাগরপুরের তৌহিদি জনতার উদ্যোগে আজ ২৭ সেপ্টেম্বর'২৪ রোজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর সরকারি কলেজ গেট হতে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয।

প্রতিবাদ মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেট হতে শুরু করে কাঁচাবাজার, তালতলা রোড হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ গেটে এসে জমায়েত হয় এবং এখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে  মাও.আল হেলাল উদ্দীনের পরিচালনায়
বক্তব্য রাখেন নাগরপুর বাজার জামে মসজিদের খতীব মাওলানা মো: রফিকুল ইসলাম , পেশ ইমাম মাও. মো: রফিকুল ইসলাম আমিনী, কলেজ মসজিদের ইমাম ও খতীব মুফতী সাদিক, ধর্মীয় শিক্ষক মাও. মো: ইলিয়াছ হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা মহানবী (সাঃ) কে কটুক্তির নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বক্তারা এরকম ঘৃণ‍্য জঘন্যতম অপরাধকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং প্রয়োজনে ভারতীয় দূতাবাস ঘেরাও সহ নানা রকম কঠোর কর্মসূচি গ্রহণ করারও আভাস দেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলকে সাথে নিয়ে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় নাগরপুর সদরের বিভিন্ন মসজিদ থেকে পবিত্র জুমার নামাজ আদায় করে অসংখ্য মুসল্লী সহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good