৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মানবসেবায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার

২০ অক্টোবর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: মানবসেবায় পাশে বীর মুক্তিযোদ্ধা

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৯ নং বনগ্রাম ইউনিয়নের বুজরুক পাটানোসা গ্রামের মৃত নায়েব উদ্দিনের স্ত্রী ছকিনা বেওয়া। বয়স ৮০ ছুঁই ছুঁই।বয়সের ভারে যেখানে চলাফেরা করাই দায় সেখানে এই বয়সেও জীবিকার তাগিদে করতে হয় ভিক্ষা বৃত্তি। চার সন্তানের জননী ছকিনা বেওয়ার স্বামী মারা গেছে অনেক আগেই।সন্তানরাও মায়ের খোঁজ খবর না নেওয়ায় ছকিনা বেওয়া পেটের তাগিদে ভিক্ষা করতে গিয়েছিল মুন্সিগঞ্জ জেলায়।সেখানে প্রতিদিনের মত ভিক্ষা করতে বের হলে রাস্তার পাশে পিছনে দিক থেকে ঘাতক ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় ছকিনা বেওয়া।
পরে তার বাড়ীতে খবর দেয়া হলে তিন ছেলে মেয়ে তার কোনো খোজ না রাখলেও মায়ের এই পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন সহায় সম্বলহীন ছোট মেয়ে রহিমা বেগম।
পরে সেখান থেকে বাড়ী এনে চিকিৎসা করান ছোট মেয়ে।ছকিনা বেওয়া একটি পা কেটে ফেলতে হয়।
গত দেড় মাস যাবত পা হারিয়ে বিছানায় পরে আছেন বৃদ্ধা ছকিনা বেওয়া।খবর পৌঁছে যায় বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ) মফিজুল হক সরকারের কাছে।খবর পেয়ে তিনি বৃদ্ধা ছকিনা বেওয়াকে দেখতে ছুটে তার বাড়ীতে। 
এ সময় তিনি ওই বৃদ্ধার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।

শুধু ছকিনা বেগম নন পলাশবাড়ী,সাদুল্লাপুর,গাইবান্ধা তথা সারা দেশের  ছকিনার মত এরকম  হাজারো অসহায় মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানব সেবা করে যাচ্ছেন ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সৈনিক বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ) মফিজুল হক সরকার।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good