১৫ ডিসেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য সুনীল কান্তি দত্ত'র  মৃত্যু

০৪ ডিসেম্বর, ২০২৫

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য সুনীল কান্তি দত্ত

কক্সবাজার বিজিবি ক্যাম্প বনরূপা এলাকায় শোকের ছায়া, জেলা আইনজীবী সহকারী সমিতির (এডভোকেট ক্লার্ক) শোক

কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য (কার্ড নং ১১৪) সুনীল কান্তি দত্ত আর নেই। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  ভোর ৩ টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যাওয়ার পথে গাড়ীতে  পরলোক গমন করেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। তিনি তাঁর জীবদশায় স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য সুনীল কান্তি দত্ত এর মৃত্যুতে জেলা আইনজীবী সহকারী সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে।

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এর বনরূপা এলাকার বাসিন্দা। মৃত সুনীল কান্তি দত্ত ১৯৮৭ সালের ০১ জানুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতিতে যোগদান করেন। তাঁর পিতা ছিলেন মৃত রবীন্দ্র লাল দত্ত। জীবদ্দশায় তিনি কক্সবাজার বিজিবি ক্যাম্প বনরূপা এলাকার সমাজ কমিটির সাবেক সভাপতি ছিলেন, এবং বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। এবং দক্ষ একজন মানুষ ছিলেন। খুব সাধাসিধা মানুষ ছিলেন তিনি।  ডায়াবেটিক হাসপাতালের সদস্য সহ বিভিন্ন  তিনি  কক্সবাজার ধর্মীয় কাজে এবং সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন। তাঁর শেষ অন্তেষ্টিক্রিয়া হয়েছে বিজিবি ক্যাম্প বনরূপা কেন্দ্রীয় মহা-শ্বশানে। তাঁর শেষ বিদায়ে কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির সভাপতি ফোরকান আহমেদ খোকন ও সাধারণ সম্পাদক মো: কাইছার হামিদ সিনিয়র সদস্য সুনীল কান্তি দত্ত এর আত্মার শান্তি কামনা করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good