১১ ডিসেম্বর, ২০২৩
ছবি: চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী
এলাকায় এলাকায় চলছে মাইকিং, দেয়া হচ্ছে ঘোষনা। চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নামেই এ মাইকিং চলছে। মাইকিং করা প্রচার করা হচ্ছে চকরিয়া থানায় মামলা, জিডি, পুলিশ ক্লিয়ারেস ও অভিযোগ জমা দিতে কোনো টাকা দিতে হয় না। নাগরিক হয়রানি রোধে এলাকায় এলাকায় মাইকিং করে এ ষোষণা দেয়া হয়। কাউকে টাকা না দিতে অনুরোধ জানিয়ে মাইকিং করা হয় এবং কেউ টাকা চাইলে ওসির সরকারি নাম্বার -01320108575 তে জানানোর অনুরোধ করা হয়।
রবিবার ১০ ডিসেম্বর চকরিয়ার নানা এলাকায় সিএনজিতে মাইক বেঁধে এ ঘোষণা দেওয়া হয় ওসির পক্ষ থেকে।
এদিকে (ওসি)শেখ মোহাম্মদ আলী যোগদানের পর থেকে থানা এলাকা থেকে টাউট, দালাল, নির্মূলে নানা পদক্ষেপ নিয়েছেন।এবং নাগরিক সেবা বাড়ানো হয়েছে। এ ছাড়াও যেকোন সেবা প্রার্থী ওসির সাথে দেখা সুযোগ রয়েছে।অভিযোগ দিলে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। যা নানা মহলে প্রশংসা কুঁড়িয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়, মানুষ থানায় এসে হয়রানির শিকার হচ্ছে শুনে এই উদ্যোগ।সবসময় চেষ্টা করি মানুষের কাঙ্ক্ষিত সেবা দিতে।
Good news
Good