৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি / মতামত

ফের টাঙ্গাইল-৬ আসনে এমপি হলেন আহসানুল ইসলাম টিটু

০৯ জানুয়ারী, ২০২৪

জুয়েল রানা,
দেলদুয়ার উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: এমপি আহসানুল ইসলাম টিটু ও প্রতীক নৌকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিজয়ী হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু। তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ১২ হাজার ৬৮৪ ভােট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু ঈগল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ২৯২ ভােট। টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি টানা দু'বার ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হলেন।

তিনি দেলদুয়ার-নাগরপুরের উন্নয়নের রুপকার হিসেবে এলাকায় বেশ সুপরিচিত।

নির্বাচিত হয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, আমি টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সাধারণ মানুষের কাছে চিরকৃতজ্ঞ।

আমি বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার একজন কর্মী। মাননীয় প্রধানমন্ত্রীকে আসনটি উপহার স্বরূপ দিলাম। তিনি আমার এলাকার অভাবনীয় উন্নয়নে রসদ জুগিয়েছেন। এলাকার জনগণের সঙ্গে ছিলাম, আছি, থাকবো (ইনশাল্লাহ)।

Related Article