৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
স্বাস্থ্য

ফেনীতে স্বাস্থ্য সেবায় মিলভিকের ক্যাশব্যাক

১৫ ফেব্রুয়ারী, ২০২৩

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: মিলভিকের ক্যাশব্যাক বাবদ চেক গ্রহণ করছেন মিলভিকের সদস্যরা।

ফেনীতে স্বাস্থ্য সেবায় মিলভিক বাংলাদেশ লিমিটেড থেকে ক্যাশব্যাক বাবদ চেক পেয়েছেন মো.নুরুল আলম, মো. ইকবাল হোসেন ও তফুরা খাতুনসহ অনেক গ্রাহক।

১৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টার দিকে ক্যাশব্যাকের চেক তুলে দেন কোম্পানিটির কুমিল্লা অঞ্চলের ম্যানেজার (সেলস্) তৌহিদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ (অ্যাডমিন) আবু মো. ইমদাদ রিফাত, সিনিয়র এক্সিকিউটিভ (ট্রেনিং ডিপার্টমেন্ট) মোফাসসের হায়দার ভূঁইয়া ও ফেনীর টিম লিডার ইকরাম হোসেন মানিক।

এদিন সকাল ৯টা থেকে  বিকাল ৫ টা পর্যন্ত ফেনী জেনারেল হাসপাতাল সংলগ্ন শহীদ একরাম চত্বরে মিলভিকের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় পথচারীদের মাঝে মিলভিকের কার্যক্রম তুলে ধরা হয়। এতে আকৃষ্ট হয়ে অনেক পথচারী মিলভিকের গ্রাহক তথা সদস্য হোন।

ফেনীর টিম লিডার ইকরাম হোসেন মানিক বলেন, মিলভিক পরিবারের যেকোন সদস্য অনাকাঙ্ক্ষিত  দুর্ঘটনা মোকাবেলা করতে আর্থিক সুরক্ষার ব্যবস্হা রয়েছে। মিলভিকের সদস্য মো.নুরুল আলম ও মো. ইকবাল হোসেন হাসপাতালে ভর্তি ছিল। আমরা মো. নুরুল আলমকে ৩৬ হাজার টাকা ও মো.ইকবাল হোসেনকে ১৬ হাজার টাকা হাসপাতাল খরচ বাবদ ক্যাশব্যাক দিয়েছি।

তিনি বলেন, প্রতিদিন জেলার বিভিন্নস্থানে মিলভিকের ক্যাম্পেইন কার্যক্রম চলছে। এছাড়া ভাষা শহীদ সালাম স্টেডিয়াম, ট্রাংঙ্ক রোড, খেজুর চত্বরসহ বিভিন্ন স্হানে আমাদের ক্যাম্পেইন চালু আছে। মিলভিক গ্রাহকদের স্বাস্থ্য সেবায় সহায়ক ভূমিকা পালন করায় অনেকে আমাদের সেবা নিচ্ছেন। দিন দিন সারা বাংলাদেশের ন্যায় ফেনীতে আমাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

মিলভিকের ক্যাশব্যাকপ্রাপ্ত মো. নুরুল আলম বলেন, মিলভিক খুবই ভালো একটি প্রতিষ্ঠান। দাবি পূরণ করার জন্য তারা আন্তরিক ও সহায়ক। আমি কিছুদিন আগে শহরের শহীদ মিনার এলাকায় দেখি ওরা ক্যাম্পেইন করছে। তখন আমি মিলভিকের সদস্য হই। এতে করে চিকিৎসা খরচ নির্বাহের ক্ষেত্রে অনেকটা সহায়ক হয়েছে।

আরেক ক্যাশব্যাকপ্রাপ্ত মো. ইকবাল হোসেন জানান, মিলভিক হেলথ্ এ সাবস্ক্রাইব করা ছিল একটি দারুণ সিদ্ধান্ত। জরুরী স্বাস্থ্যসেবার মুহূর্তে মিলভিকের বিশেষজ্ঞ ডাক্তারেরা আমাদের অনেক সাহায্য করেছে।

মিলভিকের কয়েকজন ফিল্ড অফিসার বলেন, মিলভিক পরিবারের যেকোন জরুরী স্বাস্থ্যসেবার প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, হাসপাতাল খরচ ক্যাশব্যাক, ঔষুধ খরচে ক্যাশব্যাক, দেশজুড়ে চারশত চল্লিশটির অধিক পার্টনার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডিসকাউন্টসহ আরো নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে।

মিলভিক বাংলাদেশ লিমিটেডের  কুমিল্লা অঞ্চলের  ম্যানেজার (সেলস্) তৌহিদুল ইসলাম বলেন, মিলভিক বিশ্বব্যাপী বীমা নামে পরিচিত,  মোবাইল প্রযুক্তি ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলোতে অনগ্রসর জনগোষ্ঠীকে সাশ্রয়ী ইন্সুরেন্স ও স্বাস্থ্য সেবা প্রদান করে। বিগত ১০ বছর মিলভিক বাংলাদেশে প্রায় ৪০ লাখের বেশি  গ্রাহককে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় মুহূর্তে আর্থিক সুরক্ষা প্রদান করেছে।

Related Article