১৮ মে, ২০২৩
ছবি: প্রতিকী
বগুড়ার ধুনটে বাসের ধাক্কায় ফেরদৌস আলম (৩৫), নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আব্দুল মমিন (২০) নামে চালক। ১৮ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুনট সদর ইউনিয়নের উল্লাপাড়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস আলম সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হাজারহাটি গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে এবং আহত মোটরসাইকেল চালক তার প্রতিবেশী ওসমান গনির ছেলে আব্দুল মমিন (২০)। আহত চালক বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হুকুম আলী বাইপাস সড়কে মোটরসাইকেলযোগে কাজিপুর যাওয়ার সময় উল্লাপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। ঘটনাস্থল থেকে ফেরদৌস আলম কে অতি দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্মকর্তা ডাক্তার তাহাকে মৃত্যু বলে ঘোষণা করে। পরে লাশ টি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় ওসি।