৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি / ধর্ম ও জীবন

চন্দনাইশে বাগ এ গণী ভাণ্ডারে বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

২৩ অক্টোবর, ২০২৩

মোঃ আয়ুব মিয়া,
চন্দনাইশ উপজেলা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

ছবি: বাগ এ গণী ভাণ্ডারে বার্ষিক ওরশ শরীফে উপস্থিত অতিথিবৃন্দের একাংশ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বাগ-এ-গণী ভাণ্ডারে শাহছুফী মো. নুরুন্নবী শাহ্ হাফেজনগরী আল মাইজভান্ডারী (রহঃ)'র  বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ অক্টোবর মহাসমারোহে হযরত শাহছুফী মো. নুরুন্নবী শাহ্ (রহঃ) ট্রাস্ট এর বিশেষ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। 
বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সকাল থেকে খতমে কোরআন, মাজারে গোসল, মিলাদ কিয়াম, ওয়াজ মাহফিল ও চেমা জিকিরের মধ্য দিয়ে মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রসূল (স:) শাহছুফি মাও. সৈয়দ শামসুল আরেফীন মাইজভান্ডারী (মা:জি:আ:)। গণী ভান্ডারের আওলাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল হক দস্তগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শাহজাদা শাহছুফি সৈয়দ আসিফ নঈমুদ্দিন আহমেদ মাইজভান্ডারী, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব ছৈয়দ জুনাইদুল আনোয়ার (মঃ), শাহজাদা ডা. সৈয়দ শফিউল আনোয়ার (ম:), উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন মিঠু, যুবলীগ নেতা যথাক্রমে মোরশেদুল আলম, ফোরক আহমদ, বাংলাদেশ আল ওয়াসেল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে মো. তারেক আজিজ, মো. আজগর আলী সুজন, মো. আব্দুল নবী, মো. আজম উদ্দিন মামুন, মো. রোকন। তকরির পেশ করেন সাতবাড়িয়া শাহ আমানত সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রমিজ আহমদ ছমদি, জাফরাবাদ ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক মাওলানা নূর হোসেন ফারুকী, গণী ভান্ডারের আওলাদ, সাংবাদিক যথাক্রমে ফায়জুল হক দস্তগীর, আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, শাহাদাত হোসেন প্রমূখ।

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news