১৫ ডিসেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকের গোবিন্দ গঞ্জে ব্যবসায়ী জহির হোসেনের উপর সাজানো চাঁদা বাজি মামলার প্রতিবাদে মানববন্ধন

২১ অক্টোবর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকের গোবিন্দগঞ্জে ব্যবসায়ী জহির হোসেনের উপর সাজানো চাঁদা বাজির মামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারের  পয়েন্টস্থ সিলেট সুনামগঞ্জ সড়কে মঙ্গলবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ উদ্দিন,সাবেক ইউপি সদস্য লাল মিয়া, ব্যবসায়ী আব্দুর রউফ, হাজী রউফ মিয়া, মোহাম্মদ জহির উদ্দিন, জাবেদ মিয়া প্রমুখ। এছাড়াও গোবিন্দগঞ্জ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও দিঘলি গ্রামের গন্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন ঈদগাহ ও কবরস্থানের জন্য সরকারী ভুমির আবেদন করায় ব্যবসায়ী জহির হোসেনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ ক্ষুদ্র ব্যসায়ীর পক্ষ থেকে সাজানো  চাঁদাবাজীর মামলা করা হয়েছে। থানায় ওই মামলা দায়েরের পর বিক্ষুদ্ধ এলাকাবাসি শুরু থেকেই এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন। বক্তারা আরো বলেন, গোবিন্দগঞ্জ এলাকায় নানা অনিয়ম দুর্নীতি চলছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা ইউএনও কে বাজারে নিয়ে এসে বিভিন্ন এলাকায় উচ্ছেদের নামে ভুমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি ভুমিখেকোদের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good