০২ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: ছাতকে ভক্ত অনুরক্তদের পদচারণায় শাহ আরফিনের ওরশ সম্পন্ন।
সুনামগঞ্জের ছাতকের সীমান্ত এলাকার পাহাড় ঘেসে ইসলাম পুর ইউনিয়নের হাদাটিলায় কতিথ আছে আরফিন শাহ আস্তানা করেছিলেন। এ আস্তানাকে ঘিরে প্রতি বছর তার ভক্ত অনুরক্ত গণ বার্ষিক ওরশ পালন করে থাকেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় ওরশ।এখানে আরফিন শাহ, সূফী তদবির শাহ,ইয়াছিন শাহ এর স্মরণে স্থানীয় লোকজন এ আয়োজন করে থাকেন। মাজারের খাদেম আলাল শাহ এর পরিচালনায় অনুষ্ঠিত ওরশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রজাক আলী, বীর মুক্তিযোদ্ধা আরজদ আলী, হুয়াক উল্লাহ, তেরামিয়া,নোয়াব আলী, রহিম আলী,শফিক মিয়া,শুকুর আলী, আমির আলী, কুদ্দুস আলী, নবর আলী,মনা উল্লাহ, হেকিম উল্লাহ, সাদ্দাম হোসেন, মখলিছ আলী, শাহনূর আলী, কাওসার আহমদ, ফরিদ মিয়া,লালু মিয়া,জয়নাল মিয়া প্রমূখ।
Good news
Good