৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে নৌকা সহ দুই জন আটক

০৯ Jun, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে নৌকা সহ দুই জন আটক


সুনামগঞ্জের ছাতকে ইজারা বহির্ভূত লিস্টার মেশিনের সহায়তায় ড্রেজার দিয়ে উপজেলার চেলা ও মরাচেলা নদীর পাড় কেটে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে দুই জনকে আটক করেছে নৌ-পুলিশ।

জানাযায় রোববার ভোররাতে ছাতক নৌ-পুলিশ ফাড়ির সদস্যরা মরা চেলা নদীর বাবন গাও নামক স্থানে এক পুলিশি অভিযান চালিয়ে সিলেটের কোম্পানি গঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত আঞ্জু মিয়ার ছেলে চেরাগ আলী ও আব্দুর রহিমের ছেলে মানিক মিয়াকে আটক করতে সক্ষম হয়।

এসময় ১৭ শ ফুট বালি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্টিলের নৌকায় ৮ শ ফুট বালি সহ আটক করা হয়।

পরে  নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফরিদ উদ্দিন বাদী হয়ে মামলা নং ১২/১২১তাং০৯-০৬-২০২৪ ধারা বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১)তৎসহ ৪৩১ পেনাল কোড দায়ের করেন।

 এ ব্যায়াপারে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান আসামিদের আটক করে ইজারাদার শাহ রুবেলের লোক কিনা জান্তে চাইলে তারা অস্বীকার করে। রোববার সকালেই আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good