০৯ Jun, ২০২৪
ছবি: ছাতকে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে নৌকা সহ দুই জন আটক
সুনামগঞ্জের ছাতকে ইজারা বহির্ভূত লিস্টার মেশিনের সহায়তায় ড্রেজার দিয়ে উপজেলার চেলা ও মরাচেলা নদীর পাড় কেটে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে দুই জনকে আটক করেছে নৌ-পুলিশ।
জানাযায় রোববার ভোররাতে ছাতক নৌ-পুলিশ ফাড়ির সদস্যরা মরা চেলা নদীর বাবন গাও নামক স্থানে এক পুলিশি অভিযান চালিয়ে সিলেটের কোম্পানি গঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত আঞ্জু মিয়ার ছেলে চেরাগ আলী ও আব্দুর রহিমের ছেলে মানিক মিয়াকে আটক করতে সক্ষম হয়।
এসময় ১৭ শ ফুট বালি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্টিলের নৌকায় ৮ শ ফুট বালি সহ আটক করা হয়।
পরে নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফরিদ উদ্দিন বাদী হয়ে মামলা নং ১২/১২১তাং০৯-০৬-২০২৪ ধারা বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১)তৎসহ ৪৩১ পেনাল কোড দায়ের করেন।
এ ব্যায়াপারে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান আসামিদের আটক করে ইজারাদার শাহ রুবেলের লোক কিনা জান্তে চাইলে তারা অস্বীকার করে। রোববার সকালেই আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Good news
Good