৩০ Jun, ২০২৪
ছবি: ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন
সুনামগঞ্জের ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। রোববার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে।
ভোট গ্রহনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়। ভোটার সংখ্যা ৯৮৭ ও দুটি প্যানেলে ৫ জন প্রার্থীর মধ্যে ৩৬৪ টি ভোট গ্রহন করাহলেও ১৪ টি ভোট বাতিল করা হয়।
প্রাপ্ত ভোটের মধ্যে সাধারণ অভিভাবক প্রতিনিধি পদ প্রার্থী মোহাম্মদ ময়নূল ইসলাম চৌধুরী ২৯৫,কবির আহমদ ২৯৫ আলহাজ্ব মোহাম্মদ আলী আসগর সোহাগ ২৯০ ও মোহাম্মদ রুপা মিয়া ২৮৩ ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি পদে পূর্ণ প্যানেল নির্বাচিত হন।
অন্য প্যানেলে কাজী আমিনুল ইসলাম ১০১ ভোট পেয়েছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম জানান সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকলের আন্তরিকতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নতির জন্য চেষ্টা করতে হবে।
নবনির্বাচিত প্যানেলকে অভিনন্দন জানিয়েছেন ছাতক পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী,সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজি ছালেক মিয়া, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন প্রমূখ।
Good news
Good