১৬ অক্টোবর, ২০২২
ছবি: বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সুনামগঞ্জের ছাতকে তরুণ সমাজ সেবক ও ছাত্র লীগ নেতা ইকবাল হোসেনের যুক্ত রাজ্য গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। উপজেলার ভাত গাও ইউনিয়নের তাজগঞ্জ বাজারে উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার প্রতিষ্ঠাতা মেয়র ও পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। আওয়ামী লীগ নেতা ও প্রবীন মূরব্বি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা বাবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামিলীগের সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ। সংবর্ধিত অতিথি ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জর্জ কোর্টের এ পি পি ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ,ভাতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, সমতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন, প্রভাষক আব্দুল আহাদ, শেখ রহিম গাজী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়জুল বারি,আওয়ামীলীগ নতা এনামুল হক কাঁচা মিয়া,আবদুল হান্নান, ফিরুজ আলী প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু বলেছেন হাজার বছরের শ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া সংগঠন ছাত্র লীগের অতীত ইতিহাস ঐতিহ্য রয়েছে বায়ান্নের ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মা ত্যাগ কারি সংগঠনের নেতা ইকবাল হোসেন দেশে যেভাবে ছাত্র লীগকে সুসংগঠিত রেখেছিলেন আশা করি প্রবাসের মাটিতে ও আরও উজ্জ্বল দৃষ্টান্ত রাখবেন। একসময় অবহেলিত এ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত নাজুক অবস্থা ছিল। কিন্তু ছাতক -দোয়ারার গণ মানুষের নেতা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের অক্লান্ত পরিশ্রমে অতুলনীয় উন্নয়ন হওয়ায় এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। বিগত মহাপ্লাবনে রাস্তা ঘাটের অবস্থা চলাচলের অনুপযোগী হলেও এটা মুহিবুর রহমান মানিকের নজরে রয়েছে। শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ হাতে নেয়া হবে।
Good news
Good