০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সম্পন্ন

০৮ সেপ্টেম্বর, ২০২৩

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সম্পন্ন


সুনামগঞ্জের ছাতকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সম্পন্ন করা হয়েছে। “পরিবর্তনশীল ও শান্তিপূর্ন সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে উপজেলা চত্বরে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরের জামান চৌধুরী। 

উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রনব দাস মিঠু, 

আরও বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ মোহন সরকার,জাইকার ফিল্ড এসিস্ট্যান্ট দেবাশীষ রায়।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, শিক্ষক এমাদ উদ্দিন, পংকজ দত্ত, আনোয়ার হোসেন, পিংকু দাস,চন্দন পাল,বিজয় কুমার দাস, আবদুল মমিন, উপজেলা নির্বাহী অফিসের উপ - প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী,সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়,উপ - সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দেবনাথ প্রমূখ।

 সভায় সভাপতির বক্তব্যে নুরের জামান চৌধুরী বলেন আমরা শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাস্তব জীবনে সাক্ষরতা দিবসের মূল উদ্দেশ্য হাসিল করতে হবে। অক্ষর জ্ঞান থাকা সকল নাগরিকদের প্রয়োজন রয়েছে। শিক্ষায় পিছিয়ে থাকলে দেশ এগিয়ে যাবে না তাই শিক্ষক গন আরও সচেতন হয়ে কাজ করতে হবে।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good