১২ নভেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতক থানার ওসির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী জাহাঙ্গীর আলম
ছাতক থানার ওসির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী জাহাঙ্গীর আলম।
সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম খানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
বুধবার সন্ধ্যায় থানায় উপস্থিত হয়ে তিনি বলেন আমি কোন দলের হয়ে কাজ করতে চাই না।জনগণের কল্যানে কাজ করতে হলে কোন দলের প্রয়োজন নাই। নিজের ইচ্ছা শক্তি ও জনগণের মতামত থাকলে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাজ করলে পরিবর্তন করা সম্ভব হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হলে সবাইকে নিয়ে ঐক্য বদ্ধ ভাবে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব।
সাক্ষাৎ কালে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে আমরা বদ্ধ পরিকর।
সকল দলীয় ও স্বতন্ত্র প্রার্থী দের আইনী সহযোগিতা করতে আমাদের বাহিনীর লোকজন নিরলসভাবে কাজ করবে।নির্বাচনে আইনী অধিকার সবার জন্য সমান সুযোগ থাকবে।
Good news
Good