০৩ ডিসেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতক পৌর সভার সামাজিক সুরক্ষা উন্নয়নে মতবিনিময় সভা
ছাতক পৌর সভার সামাজিক সুরক্ষা উন্নয়নে মতবিনিময় সভা।
সুনামগঞ্জের ছাতক পৌর সভার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (আই ইউ জি আই পি)এর উদ্যোগে ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির অর্থায়নে এবং স্থানীয় উপকার ভোগী দের অংশ গ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ৯ নং ওয়ার্ডের তাতিকোনা মহল্লার আমিন বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আই ইউ জি আই পির সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ মাঈনুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ অনিক চন্দ্র বনিক,ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, পৌরসভার উপ- সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমূখ।সভা শেষ তাতিকোনা শাহী ঈদগাহ হতে উচাব্রীজ পর্যন্ত খালের উভয় পাশে সিসি ব্লক দ্বারা রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন প্রকল্পের কর্মকর্তা গণ।
সভায় বক্তারা বলেন সামাজিক সুরক্ষা ও পরিবেশ সঠিকভাবে অনুস্মরণ করে। বিদেশি প্রকল্পের এ কাজ আমরা করতে চাই। মানব কল্যানের বিষয় বিবেচনা করে। এলাকার লোকজন চলাচলের রাস্তা না থাকায় দূর্ভোগ পোহাতে হচ্ছে।
আমরা শীঘ্রই একটি ওয়াক ওয়ের মত করে। এর নির্মান কাজ করতে চাই। প্রকল্পের কর্মকর্তাগণ ও এলাকার মানুষের সমন্বয়ে কাজ করা হবে।
এতে পরিবেশ এবং সামাজিক সুরক্ষা বজায় রেখেই প্রকল্পের কাজ এগিয়ে যাবে।
Good news
Good