২২ অক্টোবর, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতক পৌর পাঠাগারের যাত্রা শুরু
ছাতক পৌর পাঠাগারের যাত্রা শুরু
সুনামগঞ্জের ছাতক পৌর সভার পুরাতন ভবনে নতুন যাত্রা শুরু হয়েছে ছাতক পৌর পাঠাগারের।শহরের শিববাড়ির পাশে এ পাঠাগারের কার্যক্রম শুরু করা হয়েছে।
মঙ্গলবার সকালে পৌর প্রশাসক ও ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম ফিতা কেটে পাঠাগারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পৌর পাঠাগার উদ্বোধন কালে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার ভূমি মুজাহিদুল ইসলাম,উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ তদন্ত রঞ্জন কুমার দাস, ছাতক পৌর সভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক প্রমূখ।
পাঠাগার উদ্বোধন ঘোষণা করে পৌর প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন ছাতকের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে এর যাত্রা শুরুর মাধ্যমে। আমরা একদিন থাকবো না কিন্তু মানুষ বই পড়ার মাধ্যমে আমাদের স্মরন করবে।
সমাজে বই পড়ার চর্চা করা অত্যান্ত জরুরি। বই মানুষকে সচেতন করে তুলতে শেখায়।মানুষের জানার আকাংখা পূরণ করে। মানুষ বই পড়লে অনেক কিছু শিখতে পারে। বই পড়লে মাদকের নেশা ও অপরাধ মূলক কর্মকান্ড থেকে বেচে থাকতে পারে।
Good news
Good