৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
স্বাস্থ্য

বাউফলে উদ্বোধনের অপেক্ষায় নবনির্মত নার্সিং ইনস্টিটিউট

২৩ ডিসেম্বর, ২০২২

মোঃ আল আমিন,
বাউফল উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

ছবি: বাউফল উপজেলা সদর

বাউফল পৌর শহরেরর প্রান কেন্দ্রে টিএ্যান্ডটি রোড এলাকায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে প্রস্তাবিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং ইনস্টিটিউট। এই দৃষ্টিনন্দন প্রকল্পটি এখন কেবল উদ্বোধনের অপেক্ষায়। এটি চালু হলে দক্ষিণাঞ্চলের নার্সিং শিক্ষায় নতুন দ্বার খুলে যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদফত ১৭ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ৯শ২৮ টাকা ব্যয় এই নার্সিং ইনস্টিটিউটের নির্মাণ কাজের দরপত্র আহবান করেন। দেড় একর জমি উপর এ ইনিস্টিউটের নির্মাণ কাজ করা হয়। ২০২০ সালের ৫ মার্চ প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়।

মেসার্স পোদ্দার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, পাঁচ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই নার্সিং ইনস্টিটিউটে একই সঙ্গে ২০৭ জন শিক্ষার্থীর জন্য একাডেমিক ও আবাসন ব্যবস্থা, আধুনিক শ্রেণিকক্ষ, ১২৫০ বর্গফুটের অধ্যক্ষের কোয়ার্টার এবং ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সাবষ্টেশন রয়েছে ।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এসএম কবির হাসান জানান, শিগগিরই এই নার্সিং ইনষ্টিটিউটে একাডেমিক কার্যক্রম শুরুর প্রক্রিয়া করা হবে।

সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি নার্সিং ইনিস্টিউট প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাউফলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

তিনি জানান, এই নার্সিং ইনিস্টিউটের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব রাখার প্রস্তাব ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে প্রেয়ন করা হয়েছে।

Related Article