২০ ডিসেম্বর, ২০২২
ছবি: বাসাইলে কাশিল লেক ভিউ ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন
টাঙ্গাইলের বাসাইলে কাশিল লেক ভিউ নামের রিসোর্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে সায়ের চর নামক স্থানে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড.জোয়াহেরুল ইসলাম এমপি, সংসদ সদস্য বাসাইল -সখিপুর-৮আসন।
কাশিল লেক ভিউ ৪ হাজার শতাংশ জমির উপর এ রিসোর্ট নির্মিত হবে।
এ আলোচনা সভায় বাদলের এর সভাপতিত্বে ও আতিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেরা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ,সাধারণ সম্পাদক মির্জ্ রাজিক, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিউজ্জামান সৌখন, কাশিল ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী মিয়া, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিরল আমিনুর রহমান আমিন, কাশিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা খান বাহাদুর, কাশিল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল মোল্লা, ছাত্তার জমাদার, পিন্টু জমাদার প্রমুখ।
Good news
Good