০৯ জানুয়ারী, ২০২৫
ছবি: নতুন রেজিস্ট্রার হলেন স্বপন কুমার মন্ডল
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ উপসচিব স্বপন কুমার মন্ডল। বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বপন কুমার মন্ডল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দায়িত্বপালনের পাশাপাশি, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের 'রেজিস্ট্রার' পদে দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য সাময়িকভাবে নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ এর ১৭ ধারার বিধান অনুসারে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশপ্রাপ্ত কর্মকর্তা ১ জানুয়ারির মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।