৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

আগৈলঝাড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

০২ জানুয়ারী, ২০২৩

জগদীশ মন্ডল,
বরিশাল জেলা (বরিশাল) প্রতিনিধি

ছবি: রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণে উপস্থিত সেচ্ছাসেবী।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি  বরিশালের আগৈলঝাড়া  উপজেলা ইউনিটের  উদ্যোগে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) বিকালে  উপজেলার রাজিহার, আস্কর চক্রিবাড়ি, রাহুত পাড়া, শিহিপাশা, বাকাল হাট, ফুলশ্রী, পূর্ব সুজনকাঠি  ও রামের বাজারে শতাধিক অসহায়কে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন টিম লিডার সালিহিন হোসেন মাসুম, শাহ্ আলম রাঢ়ী, ফাহিম ফকির, নিবির বাড়ৈ, দিগন্ত হালদার, ইয়াছিন আরাফাত, রাসেদ খান, পার্থ রায়, তন্ময় জয়ধর, নয়ন, এস কে সজিব, নাহিদ, আরাফাত সেরনিয়াবাত, লামিয়া আক্তার, জান্নাতুল লিজা, আতিক, আকাশ সরকার, সুমি বাড়ৈ, তনুশ্রী, মারিয়া আতিক পায়েলসহ অন্যান্য সদস্যরা।

Related Article