০৯ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীনগরে জাকের পার্টির দলীয় প্রার্থী কবির হোসেন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে জাকের পার্টি প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে শুক্রবার (৮/৯) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি হাই স্কুল অডিটোরিয়ামে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় জাকের পার্টি মহাসচিব শামীম হায়দার। বক্তব্য রাখেন, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব সেলিম কবির, স্থায়ী কমিটির সদস্য আব্দুর রশিদ হাওলাদার, মুফতি শরিফুল ইসলাম সাইফী, মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী, জেলা সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন রুবেল প্রমূখ।
সভা শেষে ৮২ জন কাউন্সিলের মাধ্যমে ভোট হয়। ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে জাকের পার্টির জেলা কমিটির সহ-সভাপতি জমশেদ চৌধুরী ও উপজেলা কমিটির সভাপতি মোঃ কবির হোসেন এই দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৬ ভোট পেয়ে উপজেলার সভাপতি মোহাম্মদ কবির হোসেন নির্বাচিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার সাংবাদিকদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জাকের পার্টি অংশগ্রহণ করবে। আমাদের দেশে নির্বাচন নিয়ে বাহিরের চাপ বিষয়টি দুঃখজনক।
আমাদের দেশের নির্বাচন আমরা আলোচনার মাধ্যমে করব, জাকের পার্টি নির্বাচনমুখী দল। জাকের পার্টি ৩শত আসনেই প্রার্থী দেবে। আমরা চাই উৎসবমুখর সুষ্ঠু ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর জাকের পার্টি কাউন্সিলের মাধ্যমে দলীয় প্রার্থী কবির হোসেনকে নির্বাচিত করা হয়েছে। আগামী নির্বাচনে কোন ঝামেলা না থাকলে এই প্রার্থীকেই জাকের পার্টি চূড়ান্ত মনোনয়ন দেবে।