৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি / অপরাধ

ভূমিখেকো মাহাবুলের কব্জায় গফরগাঁওয়ের রাওনা ইউনিয়ন মুক্তি চায় গ্রামবাসী

১৪ সেপ্টেম্বর, ২০২৪

ছবি: সময়ের সাথে দল পাল্টিয়ে প্রভাববিস্তারকারী ভুমিদস্যু মাহবুব

ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধ্বীন  ৬ নং রাওনা ইউনিয়নের ভূমি দস্যু মাহাবুল অতীত ইতিহাসে  তার কর্মকাণ্ড ছিল বিএনপি'র ব্যানারে মিছিল মিটিং, শুটিং করে এলাকায় দাপট খাটিয়ে ত্রাসসৃষ্টি করা । পরবর্তীতে গত  আওয়ামী সৈরশাসনামনে  কিছু সন্ত্রাসীদের ছত্রছায়ায় ছিল তার অপরাধমূলক কর্মকাণ্ড।

গত সময়ের  বিএনপি ক্ষমতা বদলের পর যখন আওয়ামীলীগের সরকার ক্ষমতায় চলে আসে তখন সে হয়ে যায় ইউনিয়নের শীর্ষ ভূমি দস্যু ও সন্ত্রাসীদের মূল মহানায়ক। রাওনা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড ঘুরে ঘুরে জানা যায় এই মাহাবুল ছিল দুষ্ট প্রকৃতির এবং তার ছোট ভাই আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান এতেই যেন হয়ে ওঠে অর্থ আত্মাসাথের মূল মাস্টারমাইন্ড।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাওনা ইউনিয়নে সে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে যে সন্ত্রাসীরা কেউহই ছিল জেলের ছেলে ,মুছির ছেলে ,কাঠুরের ছেলে, ঠকবাজের ছেলে, প্রতারকের ছেলে ,এরকম নোংরা ছেলেদেরকে দিয়ে হয়েছিল তার সন্ত্রাসী ভূমিদস্যু বাহিনী।

বিগত আওয়ামী সরকারের আমলে সে হয়ে ওঠে আলাদিনের চেরাগ। যেখানে সেখানেই ভূমি দখল জমি দখল সহ নানান অপকর্ম। একাধিক সূত্রে জানা যায় মাহাবুল তার সঙ্গীয় সোর্স ছিল মুনাফিক তাদের কাজ ছিল কোথাও ঝগড়া লাগানো এবং ঝগড়া মীমাংসা করা ,জমিনের বায়না করা অবৈধ দখল করা ,জাল দলিল করা এবং ছিল মেয়েদের নিয়ে উপরমহল পর্যন্ত আনাগোনা।

 গ্রামের মানুষ এতই ক্ষিপ্ত যা বলা বাহুল্য ব্যবসা করার ছলনা করে বহু মানুষের ক্ষতি সাধন করেছে। এলাকার সুশীল সমাজ ও বিএনপি'র কর্মীরা প্রতিদিনের বাংলাদেশকে বলেন এই মাহাবুল এমন একজন মোনাফেক যে মোনাফেক এর জন্য গোটা জাতি ধ্বংসের মুখে। এক কথায় বলা যায় এমন মোনাফেক যদি কোন পার্টি বা কোন পরিবারে থাকে আল্লাহর কসম ওই পরিবার ধ্বংস হবে এবং ক্ষতিগ্রস্ত হবে।

এই নোংরা চরিত্রের দালালদেরকে যেন কোন পার্টি দল এদেরকে জায়গা না দেন এই ব্যাপারে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি।

এবং এই দালাল চক্রের মাধ্যমে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করছি তাদের সম্পদ যেন ফিরিয়ে দেওয়া হয় এমন ব্যবস্থা করবেন।

এই ভাবেই মনের কষ্ট, মনের খুব প্রকাশ করেন ইউনিয়নের অসহায় মানুষ। এদের দ্বারা,খাল,বিল, দখল করে সাধারণ মানুষের দেশীয় মাছ থেকে বঞ্চিত করেছে এবং অনেক কৃষকের জমি বর্গা নিয়া টাকা দেয় নাই কখনো ভাই চেয়ারম্যান, নিজে অমুক নেতা অমুক নেত্রীর ড্রাইভার এভাবেই উগ্র মেজাজে বিচরণ করতো রাওনা ইউনিয়নে। শুধু এক মাহবুলের মাধ্যমেই ছিল কি ? রাওনা ইউনিয়নের ভূমিদস্যর কারবার তার সাথে ছিল মহিউদ্দিন সোহেল, মোফাজ্জল হোসেন, জাঙ্গীর উরফের ইছু, নুরু ওরফে হোসেন, নিশাত, মজিবুর,মানিক গং ওরা যেন জমি দখলের এক মহা উৎসবে মেতেছিল।

এই গংরা শুধু মানুষের অত্যাচার করেই ক্ষান্ত হয়নি একজন প্রবাসী সে এলাকার হত দরিদ্র অসহায় মানুষদের কবরস্থানের জন্য জমি ক্রয় করে দিয়েছিল সোহেল মোফাজ্জল গং সেই কবর স্থানটিও দখল করে নেয় এই স্বৈরাচারী আওয়ামী লীগের ধাপট দেখিয়ে। ওরা গণমাধ্যম কর্মির জমি ও চাদার দাবিতে বাড়িতে হামলা করেছ। মামলার প্রসতুতি চলছে।

এলাকা বাসী বলেন এদের কে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

Related Article