০৫ অগাস্ট, ২০২৫
ছবি: ছাতক উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন।
সুনামগঞ্জের ছাতক উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মধ্যবাজারস্থ মহাপ্রভুর আখড়ায় কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি, বিশিষ্ট মূরব্বি মহন্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ মহর গোস্বামী, সাধারণ সম্পাদক চম্পু দত্ত, কোষাধ্যক্ষ গনেশ পোদ্দার, সদস্য সুশীল রায়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর শাখার সাধারণ সম্পাদক ও বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, ব্যবসায়ী মিশন চন্দ মিশু, সুশীল রায় প্রমুখ।
সভায় উপস্থিত সকলের পরামর্শে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অবসরপ্রাপ্ত উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী
সাধারণ সম্পাদক: সৌরভ রঞ্জন দাস
কোষাধ্যক্ষ: শিক্ষক সঞ্জয় কর
সাংগঠনিক সম্পাদক: ব্যবসায়ী রুনু ঘোষ
সাংস্কৃতিক সম্পাদক: ভাস্কর
সহ-সাংস্কৃতিক সম্পাদক: প্রশান্ত কুমার দাস তুষার
সভায় বক্তারা বলেন, ধর্মীয় মনস্তাত্ত্বিক চিন্তাধারা পোষণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে সংস্কৃতিকে লালন করে, সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর আচরণ বজায় রেখে, নিজ ধর্মের মানুষের ভালো কাজগুলো এগিয়ে নিতে হবে। তবেই ধর্মীয় মূল্যবোধের প্রকৃত প্রকাশ ঘটবে।
Good news
Good