৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভোলায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের রাজপথে অবস্থান

১৯ মার্চ, ২০২৩

মোঃ সবুজ,
ভোলা জেলা (ভোলা) প্রতিনিধি

ছবি: দৌলতখান বাংলাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা


দৌলতখান বাংলাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ভোলার দৌলতখানে বাস ও অটোরিকশা সংঘর্ষে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের দুই ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায়
দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ভোলায় সড়ক বার বার দুর্ঘটনা একটির রেশ কাটতে না কাটতেই আরেকটি ম'র্মান্তিক দু'র্ঘটনা ঘটছে। সড়কে এই মৃ'ত্যুর মিছিল ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা ও তদারকির অভাবে দু'র্ঘটনা এখন অনেকটা মহামারী আকার ধারণ করেছে। এই মহামারী বন্ধ করার জন্যই আজকের এই আন্দোলন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (১৯ মার্চ) সকাল ১১টায় দৌলতখান উপজেলার বাংলাবাজার উপ-শহরে সড়ক অবরোধ করে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা নিরাপদ সড়ক চাই দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়। এসময় সমাবেশে নিরাপদ সড়ক চাই,ও নিহতদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবী তুলে ধরেন মানববন্ধনে অংশকারীরা।

উল্লেখ্য: গত শুক্রবার (১৭ মার্চ) ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ৪ নম্বর ওয়ার্ডে বাস ও অটোরিকশা সংঘর্ষে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের দুই ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়। এ ঘটনায় দৌলতখান থানায় পুলিশ বাদি হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে ঘাতক বাস চালক আল- আমিনকে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউ‌নিয়‌নের মাতাব্বর বা‌ড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে ও কলেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বা‌ড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রামের বা‌সিন্দা মো. আবুল কালাম (৫৫)।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good