৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভোলায় দিন দিন জনপ্রিয় হচ্ছে জিজেইউএস বাজার

১৬ মার্চ, ২০২৩

মোঃ সবুজ,
ভোলা জেলা (ভোলা) প্রতিনিধি

ছবি: জিজেইউএস বাজার

ভোলার  একমাত্র ডিপার্টমেন্টাল ষ্টোর জিজেইউএস বাজার এখানে পাওয়া যায় নিত্যপণ্যের সকল ধরনের মুদি বাজার,  কাঁচা বাজার,মহিষের মাংস,দেশী মুরগীর মাংস,ভেড়ার মাংস লেয়ার, ব্রয়লার ও সোনালী মুরগীর মাংস। পাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের ফলমূল আপেল,মালটা, কমলা,বিভিন্ন ধরনের উন্নত মানের খেজুর  তাছাড়া পাচ্ছেন আপনী বিভিন্ন ব্রান্ডের উন্নত মানের জুস ভোলার বিখ্যাত মহিষের দধি, মিষ্টি ও মিষ্টিজাত বিভিন্ন পণ্যে।
বাজারের ম্যানেজার আরিফুর রহমান প্রিন্স  জানিয়েছেন প্রতিদিনই ভোলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা এসে ভীর করছেন জিজেইউএস বাজারে। এখানে  সকল নিত্যপণ্য একসাথে পাওয়া যায় বিধায় প্রতিদিনই ক্রেতার সংখ্যা বাড়ছে।  

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন মহিন মহোদয় জিজেইউএস  বাজার প্রতিষ্ঠা  প্রসঙ্গে বলেন বর্তমান মানুষের কর্মব্যস্ততা ও  চাহিদার কথা চিন্তা করে তিনি এ জিজেইউএস বাজারটি প্রতিষ্ঠা করেছেন কেননা মানুষ এখন সবকিছুতে সহজীকরন চায়, বিশেষ করে যান্ত্রিক এ যুগে মানুষ  এক বাজারে ডুকলে যেন একসাথে  কম সময়ের মধ্যে বাজার করতে পারে যাতে করে মানুষের সময় বাঁচে এবং জামেলা পোহাতে না হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good