০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভোলাহাটে স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

১৮ নভেম্বর, ২০২৪

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: স্মার্ট কার্ড বিতরণের অনুষ্ঠান

অবশেষে বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র ১৮ নভেম্বর বেলা  ১১টার দিকে ভোলাহাট কলেজে বিতরণ ও উদ্বোধন করা হয়। 

ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার ,অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। 

ভোলাহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহজাহান মানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর রহমান। নির্বাচন অফিসার জানান,যারা ২০০৮ হতে ২০১৭ সালের পূর্ববর্তী পর্যন্ত ভোটার হয়েছেন শুধুমাত্র তাদের জন্য ১৮ নভেম্বর  হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের ভোটারগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। বিতরণ কেন্দ্রের নাম ও তারিখ ১,২,৩,৪,৫ ও ৬নং ওয়ার্ড-ভোলাহাট কলেজে ১৮ নভেম্বর হতে ২২ নভেম্বর  পর্যন্ত। ৭,৮ ও ৯নং ওয়ার্ড-তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৩ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত। গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে। 

উল্লেখিত সময়সূচী অনুযায়ী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল  ৯ টা থেকে বিকাল  ৪টার মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় ভোটারের নিকট সংরক্ষিত পেপার লেমিনেটেড আইডি কার্ড অথবা যারা জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good