২১ ডিসেম্বর, ২০২২
ছবি: ভোলাহাটে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কাউসারুল আলম সরকার, যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম ফারুক, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোসাঃ আঞ্জুমানারা পারভীনসহ বিভিন্ন সংস্কৃতিমোনা ব্যক্তি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।
Good news
Good