১৯ জানুয়ারী, ২০২৪
ছবি: ছবিক্যাপশন-ভোলাহাটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে মোনাজাতের দৃশ্য।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা বিএনপি আয়োজিত ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলেজ মোড়ের একটি আম্রকাননে উপজেলা বিএনপির নেতা মোঃ আতাউর রহমান মাস্টারের সভাপতিত্বে আরেকটি দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মােসাঃ শাহনাজ খাতুন, উপজেলা যুবদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বি.এম রুবেল আহমেদ, বিএনপি নেতা মোঃ আনারুল হক, ছাত্রনেতা আবু রায়হানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।